
| বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯ | 1416 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া আলো ২৪ ডেস্ক#
আজ বৃহস্পতিবার আখাউড়া উত্তর ইউনিয়নের রামধ নগর গ্রামের প্রবীণ মুরব্বী হাসীম মীর ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে ওনার ১২২ বছর বয়স হয়েছিল।ধারনা করা হচ্ছে তিনিই আখাউড়ার বেশী বয়সের অধীকারি ছিলেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অনেক ভক্ত ও আশেকান রেখে গেছেন।তিনি চাউড়া দৌলত বাড়ি পীর সাহেবের সাহাবী ছিলেন।
আজ বিকাল পাঁচটায় রামধনগর ঈদগাহ মাঠে উনার জানাযা অনুষ্ঠিত হবে। পরে নিজ বাড়িতে উনার দাফন সম্পূর্ন করা হবে।
Posted ১০:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক