
| বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮ | 1085 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
আখাউড়ায় প্রায় দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন মিয়া (৩২) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়িকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ বৃহস্প্রতিবার দুপুরে আখাউড়া খলাপড়া সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আখাউড়া সদর কোম্পানীর বিজিবি সদস্যরা আজ দুপুরে খলাপাড়া সীমান্ত মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াছিন মিয়াকে আটক করে। এসময় তার নিকট থেকে ১ হাজার ৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটককৃত ইয়াছিনকে বিকালে থানায় সোপর্দ করে বিজিবি। ইয়াছিনের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকের মামলা হয়েছে। আটককৃত ইয়াছিন আখাউড়া ছয়ঘড়িয়া গ্রামের বাচ্চু মিয়ার পুত্র।
Posted ১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক