
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | 233 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৪০০০ পিচ ইয়াবাসহ মো:রুবেল ভূইয়া (২৮)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।সোমবার সকালে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের তুলাই শিমুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত, মো: রুবেল ভূইয়া উপজেলার মরিয়ন্ধ ইউনিয়নের মিনার কোট গ্রামের মো:লিটন ভূইয়ার ছেলে।
আখাউড়া থানা পুলিশ সূত্রে জানা গেছে,পুলিশের মাদক বিরোধী অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে, তুলাই শিমুল গ্রামের মোয়াজ জেনারেল স্টোর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৪০০০ পিচ ইয়াবাসহ মো:রুবেল ভূইয়া কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।তার বিরুদ্ধে আরো ৩টি মাদকের মামলা রয়েছে।মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৩:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম