
রওনক ইসলাম | সোমবার, ১৭ মার্চ ২০২৫ | 315 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রায় ২০ লাখ টাকার ৮ হাজার পিচ ইয়াবাসহ হনুফা বেগম (৪২) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার(১৬ মার্চ) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের বাসস্ট্যান্ডের কাছে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত হনুফা বেগম মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের আবুল বাশারের স্ত্রী।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীর ভ্যানেটি ব্যাগের ভিতরে থাকা ৮ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ হনুফা বেগমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | সোমবার, ১৭ মার্চ ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম