
| বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮ | 1083 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফ খান# আখাউড়া-সিলেট রেলপথের আজমপুর রেল ষ্টেশনএলাকায় ট্রেনে কাটা পড়ে রুনা বেগম (২১) এক মহিলার মৃত্যু হয়েছে।
নিহত মহিলা আখাউড়া উত্তর ইউনিয়নের রামধনগর গ্রামের আলী আফজল মীরের মেয়ে। বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রুনা বেগম মানসিকভাবে অসুস্থ ছিলেন। সে প্রায় সময়ই ঘর থেকে বের হয়ে যেতেন। বুধবার রাত ৩টার দিকে রুনা ঘর থেকে বের হয়ে যায়। পরে অনেক খোজাখুজি করেও তার সন্ধ্যান পায়নি। সকালে স্থানীয় লোকজন আজমপুর স্টেশন এলাকায় রেললাইনের পাশে মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পরিবারের লোকজন তার লাশ সনাক্ত করে।
পরে আখাউড়া রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
Posted ৮:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক