
রওনক ইসলাম | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ | 173 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার একটি ভাটায় কৃষি জমি থেকে মাটি এনে ইট উৎপাদনের অভিযোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজালা পারভীন রুহি এ অভিযান পরিচালনা করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার মোগড়া এলাকার রেললাইনের পাশে সুরমা ব্রিকস (তিতাস ব্রিকস) নামে একটি ভাটায় কৃষি জমির মাটি কেটে এনে ইট তৈরির অভিযোগে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিষয়টির সত্যতা পেয়ে ভাটা কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অভিযোগে আরও একজনকে অর্থদণ্ড করা হয়েছে। সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত জজ মিয়ার বাড়ি উপজেলার শান্তিনগর (দেবগ্রাম) গ্রামে।
উপজেলা প্রশাসন জানায়,সোমবার ১২টার দিকে উপজেলার দেবগ্রাম এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভুমি মো: ফয়সল উদ্দিনের নেতৃত্বে প্রশাসন অভিযান পরিচালনা করে।
এসময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ভেকু দিয়ে ফসলি জমি খনন করে ইট ভাটায় সরবরাহের অভিযোগে ১টি ভেকু জব্দ করে প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালান করে ভেকুর মালিক মো:জজ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
Posted ৯:২৬ অপরাহ্ণ | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম