
| শনিবার, ২০ জুলাই ২০১৯ | 879 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার তিতাস নদী সহ বিভিন্ন জলমহলে অভিযান চালিয়ে ৩টি চট জাল সহ ১৫০০০ মিটার জাল জব্দ করে উপজেলা প্রসাশন।
আজ শনিবার সকালে উপজেলার তিতাস নদী,বিল কুড়িবদ্ধ,বিল আড়িয়া জলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম শরীফুল হক।
অভিযানে ৩টি চট জাল সহ ১৫০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে জব্দ কৃত জাল গুলোকে আখাউড়া উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ফেলা হয়।মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।জব্দ কৃত জালের মূল্য ১৫০০০০ টাকা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা,সহকারী কমিশনার (ভূমি) এ কে এম শরীফুল হক উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আ:ছালাম মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো:রেজাউল করীম প্রমূখ।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | শনিবার, ২০ জুলাই ২০১৯
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম