
| বুধবার, ১৯ আগস্ট ২০২০ | 1039 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিপুল পরিমাণ ভারতীয় স্কপসহ নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
বুধবার ১৯ আগস্ট দুপুর সাড়ে বারোটায় আখাউড়া সড়ক বাজার সিনেমা হলের সামনে থানার অফিসার ইনচার্জের নির্দেশে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালায় আখাউড়া থানার এস আই নিতাই চন্দ্র দাস ও এস আই আলমগীর হোসেন।
এসময় আখাউড়া সড়ক বাজার মায়াবী সিনেমাহলের সামনে থেকে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল সহ ১ টি প্যাকেটে মোট ৫২ বোতল ভারতীয় স্কপ সিরাপ সহ তৌহিদ খন্দকার (৩৩) কে আটক করেছে থানা পুলিশ,আটক তোহিদ খন্দকার ব্রাহ্মণবাড়িয়ার পৌরসভার ৫ নং ওয়ার্ডের মধ্যে পাড়া গ্রামের শাহিন খন্দকারের ছেলে।
বিষয়ে নিশ্চিত করে আখাউড়া থানার ডিউটি অফিসার জসিম জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে ।
Posted ১১:১০ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম