
| মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯ | 1122 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
আখাউড়া স্থলবন্দরের অয়ার হাউজ সুপার মো:সামাউল ইসলাম জানান, ব্রীজের উপর দিয়ে দশ টনের অধিক পণ্যবাহী যানবাহন চলাচল করা নিষেধ থাকলেও প্রতিদিন ৪০থেকে ৫০ টন ওজনের পণ্যবাহী যানবাহন আসা যাওয়া করছে।
আখাউড়া স্থলবন্দরের সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন জানান বিকল্প ব্যাবস্থা না থাকায় ঝুঁকি নিয়েই ব্রীজটি দিয়ে আখাউড়া স্থলবন্দরের মালামাল আসা যাওয়া করছে।তিনি সমস্যা সমাধানে বেইলী ব্রীজটি ভেঙ্গে স্থায়ী ভাবে পাকা ব্রীজ নির্মাণের দাবী জানান।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের প্রোকৌশলী ভূইয়া রেজানুর রহমান বলেন, ‘ ব্রীজটি নতুন করে স্থায়ী ভাবে নির্মাণের জন্য আমরা একটি প্রকল্প গ্রহন করেছি। আশাকরি প্রকল্পটি পাশ হলেই ব্রীজটি নির্মান করা হবে’।
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারি ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক