
আহমেদ সামি | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ | 165 বার পঠিত | প্রিন্ট
বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) ছড়িয়ে পড়ায় আখাউড়ায় ইমিগ্রেশন চেকপোস্ট ও স্থলবন্দর এলাকায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা,উদ্ভোধন করা হয়েছে ৫ সদস্য বিশিষ্ট অস্থায়ি মেডিকেল বুথ।
সোমবার (১৩ জানুয়ারি) আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট অস্থায়ি মেডিকেল বুথ উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা:মোঃ সাখাওয়াত হোসেন এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা:মোঃ হিমেল খান।
এসময় ভারত থেকে আসা যাত্রীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়।
অস্থায়ী মেডিকেল বুথ সূত্রে জানা গেছে, নতুন করে দেখা দেওয়া এইচএমপিভি ভাইরাস রোদ করার জন্য বাংলাদেশ সীমান্তে বাড়তি সতর্কতা নেওয়া হয়। সতর্কতাস্বরূপ প্রাথমিক ভাবে ভারত থেকে আসা যাত্রীদের নামের তালিকাভুক্ত করে শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করা,যাত্রীদের মুখে মাক্স ব্যবহার, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া।
অস্থায়ী মেডিকেল বুথের সদস্য ডা:সানজিদা ইসলাম জানান,এইচ,এম, পিবি ভাইরাস প্রতিরোধে সোমবার সকাল থেকে আখাউড়া স্থলববন্দর ইমিগ্রেশনে ভারত থেকে আসা যাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এবং প্রত্যেক যাত্রীকে সতর্কতামূলক মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার ব্যবহার করার জন্য বলা হচ্ছে।
আখাউড়া থানা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: হিমেল খান জানান,এইচ,এম,পিভি ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই,আমাদের মেডিকেল বুথের সদস্যরা আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনে সকাল আটটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত দুই টিমে বিভক্ত হয়ে বাড়তি স্বাস্থ্য বার্তা দিচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন সাখাওয়াত হোসেন বলেন,এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় অস্থায়ি মেডিকেল ডেস্ক উদ্ভোধন করা হয়েছে।
দুই শিফটে এখানে ৪ জন স্বাস্থ্য সহকারী কাজ করবেন।তারা ইমিগ্রেশন চেকপোস্টে যাত্রীদের নামের তালিকাভুক্ত করে শরীরের তাপমাত্রা পর্যবেক্ষণ করবেন,যাত্রীদের মুখে মাক্স ব্যবহারের পরামর্শ দেওয়া হবে,সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার ও চলাচলের সময় দূরত্ব বজায় রাখার জন্য পরামর্শ দিবেন।
Posted ৩:০৪ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম