
| রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯ | 916 বার পঠিত | প্রিন্ট
আখাউড়ার আলো ২৪ ডেস্ক#
অবশেষে বদলি হলেন বিভিন্ন সময়ে আলোচনায় থাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার।তাকে ক্লোজ করে গত শনিবার রাতেই জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
জানাগেছে, ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে ২০১৫ সালে ২১ অক্টোবর যোগদান করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার।এত দীর্ঘকাল সময় একসাথে কোন ওসিই আখাউড়া থানায় থাকেননি।
এ বিষয়ে আখাউড়া থানার সদ্য সাবেক ওসি মোশারফ হোসেন তরফদার জানান, জনস্বার্থে আমাকে বদলি করা হয়েছে। এছাড়া আখাউড়া থানায় তো অনেকদিন চাকুরী করলাম বলে তিনি জানান।
এই বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো:আনোয়ার হোসেন খান জানান, তাকে (ওসি মোশারফ হোসেন তফরদার)কে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | রবিবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৯
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক