
| শুক্রবার, ২১ আগস্ট ২০২০ | 913 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পুকুরের পানি থেকে শ্রীমতি সুরচী ঋষি (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে অত্র থানা পুলিশ।
নিহত সুরচী উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের করুয়াতলি ঋষিপাড়ার নরশে ঋশির স্ত্রী।প্রতিবেশীরা জানিয়েছেন, সুরচি একজন প্রতিবন্ধী তিনি আজ শুক্রবার (২১আগষ্ট) দুপুর বেলা পুকুরের পানিতে গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে গিয়ে মারা যান।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজাম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারনা করা হচ্ছে তিনি পানিতে ডুবে মারা গেছেন, ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।
Posted ১২:২৬ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম