
| বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০ | 551 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার ৯ টি ওয়ার্ডে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছে পৌর কর্তৃপক্ষ।
বাসাবাড়ি, স্কুল ,কলেজ ,হাসপাতাল, রাস্তার পাশ বাজার, রেলওয়ে ষ্টেশনসহ পৌরসভার বিভিন্ন স্থানে এ মশক নিধন কর্মসূচি চলমান রয়েছে।
আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জানান মার্চ মাসের প্রথম থেকে এ কর্মসূচি চলমান রয়েছে।
পৌরসভার প্রকৌশলী ফয়সাল আহম্মেদ খান জানান একটি ফগার মেশিন এবং দুইটি পাওয়ার স্প্রে মেশিন দিয়ে মশক নিধন কর্মসূচি অব্যাহত রেখেছে পৌর কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার মশক নিধন কাজের তদারকি করেন আখাউড়া পৌরসভার সচিব মোঃ ফারুক, আখাউড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, পৌরসভার একাউন্টস অফিসার মো:লিয়াকত আখাউড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আবু কাউছার ভূইয়া প্রমুখ।
Posted ১০:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম