
| বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১ | 447 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আগামি ১৪ ফেব্রুয়ারি আসন্ন পৌরভা নির্বাচন উপলক্ষে নির্বাচনে অংশ গ্রহন কারী সকল প্রার্থীদের নিয়ে বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৮ জানুুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রসাশক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্তে ও জেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান,অন্যদের মধ্যে বক্তব্য প্রধান করেন ব্রাহ্মণবাড়িয়া ২৫ বিজিবি অধিনায়ক লে:কর্ণেল মো:ফেরদৌস কবীর,র্যাব ১৪ ভৈরব ডিএপি জামাল উদ্দীন,জেলা এনএসআই উপপরিচালক কামরুজ্জামান সহ আরো অনেক।
এ সময় বক্তারা ১৪ ফ্রেব্রুয়ারী আখাউড়া পৌরসভার নির্বাচনের আচরণ বিধি পালন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করণ সহ বিভিন্ন নির্দেশনামূলক বিষয়ে আলোচনা করেন। বিশেষ আইন শৃঙ্খলা সভায় পৌরসভার ৪ মেয়র প্রার্থী ৪০ জন সাধারন কাউন্সিলর প্রার্থী ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী উপস্থিত ছিলেন।
Posted ৯:১৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম