
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ | 179 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন স্থানে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। প্রায় দুই মাস বিরতির পর টিসিবির পণ্য বিক্রি পুনরায় শুরু হয়।৫৫ টাকা কেজি দরে চিনি ৬৫ টাকা দরে কেজি মসুর ডাল ১১০ টাকা করে কেজি এক লিটার সয়াবিন তেল পাচ্ছে কার্ডধারী তালিকাভুক্তরা।
আজ (২৩ জুন) বৃহস্পতিবার সকালে পৌর শহরের রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা।
এ সময় উপজেলা টিসিবির পণ্য ডিলার মোতাহার হোসেন, স্থানীয় কাউন্সিলর শিপন হায়দার, শেখ ঈষান, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাদিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলার পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ৫০০৫ জনের মাঝে ৪৫০ টাকা মূল্যে সয়াবিন তেল ২ লিটার,চিনি ১ কেজি ডাইল ২কেজি টিসিবির পণ্য বিতরণ করা হবে।
Posted ২:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম