
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ | 155 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস (৬) ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আখাউড়া মুক্ত হয়।
দিবসটি উপলক্ষে এর আগের দিন বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উদ্যোগে পৌর মুক্তমঞ্চে এই কর্মসূচি পালন করা হয়।
মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাখাওয়াত হোসেন খান স্বাধীন,এর সভাপতিত্বে আলোচনা সভায় এতে প্রধান অতিথি ছিলেন আখউড়া উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: সজিব মিয়া, আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. ছমিউদ্দিন,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ জমশিদ শাহ, বীর মুক্তিযোদ্ধা বাহার মালদার, মোগড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ডা:এনামুল হক মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব মো:মহসিন ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক সানি,পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দীকি, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের প্রচার সম্পাদক জালাল হোসেন মামুন,আখাউড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতির চন্দন ঘোষ প্রমুখ।
উনুষ্ঠান সঞ্চালা করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা মন্ডলীর সদস্য দীপঙ্কর ঘোষ নয়ন।অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তালাওয়াত করেন বীরমুক্তিযোদ্ধা শহিদ উল্ল্যাহ সাদেক।
এসময় মোমবাতির আলো প্রজ্বলন ও পৌর এলাকার কিছু অংশে এক মিনিট বিদ্যুৎ বন্ধ রাখা হয়। পৌর মুক্তমঞ্চ আলোকিত হয়ে ওঠে।
আখাউড়া মুক্তযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শাখাওয়াত হোসেন স্বাধীন বলেন,আগামীকাল ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে সকাল ৯.৩০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ,উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র্যালি ও শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আখাউড়া পোস্ট অফিসের সামনে পতাকা উত্তোলন করা হবে।
Posted ৮:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম