শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি:   |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | 151 বার পঠিত | প্রিন্ট

আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির নতুন কমিটি গঠন

ছবি:-আখাউড়ার আলো২৪.কম

সাংবাদিকদের পেশাগত ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে “আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটি” নামে একটি নতুন সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় আখাউড়া কলেজপাড়াস্থ বাঁধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এক সভায় ১৩ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে নাসির উদ্দিন (দৈনিক সমকাল) সভাপতি, তাজবীর আহমেদ (দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ অমিত হাসান আবির (এশিয়ান টিভি) কে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়।


কমিটির অন্য সদস্যরা হলেন,মো. শাহাদাত হোসেন লিটন (দৈনিক মানবজমিন), কাজী হান্নান খাদেম (দৈনিক যায়যায়দিন), মো. সাইফুল ইসলাম (বাংলা টিভি), মো. ফজলে রাব্বি (দৈনিক যুগান্তর), জালাল হোসেন মামুন (দৈনিক দেশ রুপান্তর), রুবেল আহমেদ (দৈনিক কালবেলা), নাজমুল আহমেদ রনি (দৈনিক সময়ের আলো), সাদ্দাম হোসেন (আর টিভি), হাসান মাহমুদ পারভেজ (দৈনিক আমাদের নতুন সময়), অমিত হাসান অপু (দৈনিক নবচেতনা)।

সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন,এই সোসাইটি আখাউড়ার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে তাদের অধিকার রক্ষা,পেশাগত দক্ষতা উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া, স্থানীয় সাংবাদিকতার গুণগত মান বৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায়ও সংগঠনটি কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


নতুন নির্বাচিত সভাপতি নাসির উদ্দিন বলেন, আমরা সকল সাংবাদিকের সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই,যেখানে পেশাদারিত্ব ও সহযোগিতার মাধ্যমে সাংবাদিকতাকে আরও গতিশীল করা সম্ভব হবে।

সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান,”শীঘ্রই আমরা সদস্যদের জন্য প্রশিক্ষণ,আইনি সহায়তার মতো উদ্যোগ গ্রহণ করব।


স্থানীয় সাংবাদিক সমাজ ও সুধীজন নতুন এই কমিটিকে স্বাগত জানিয়েছেন এবং তাদের সাফল্য কামনা করেছেন। আশা করা যায়, আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির মাধ্যমে অঞ্চলের সাংবাদিকতা অঙ্গন আরও প্রাণবন্ত ও সংগঠিত রূপ পাবে।

Facebook Comments Box

Posted ১:২৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com