
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২০ এপ্রিল ২০২৫ | 202 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সাংবাদিক কল্যাণ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো একদিনের আনন্দ ভ্রমণ, যার গন্তব্য ছিল কুমিল্লার কোটবাড়ি, ময়নামতি ওয়ার সিমেট্রি ও জনপ্রিয় বিনোদন কেন্দ্র ম্যাজিক প্যারাডাইস পার্ক।
শনিবার(১৯ এপ্রিল) আয়োজিত এই ভ্রমণে অংশ নেন আখাউড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সংগঠনের সদস্যরা। সকালে আখাউড়া থেকে যাত্রা শুরু করে প্রথমে ঘুরে দেখা হয় ঐতিহাসিক ময়নামতি ওয়ার সিমেট্রি। এরপর সবাই ছুটে যান ম্যাজিক প্যারাডাইস পার্কে, যেখানে দুপুর পর্যন্ত চলে আনন্দ-আড্ডা, খেলা ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম।
দুপুরে অংশগ্রহণকারীরা মধ্যাহ্নভোজে মিলিত হন কুমিল্লার জনপ্রিয় রেস্টুরেন্ট ‘মিয়ামি’তে। পরে ভ্রমণের শেষ পর্যায়ে ঘুরে দেখা হয় কোটবাড়ি, শালবন বৌদ্ধ বিহার ও বৌদ্ধ মন্দিরসহ ঐতিহাসিক স্থানগুলো।
সংগঠনের সভাপতি নাসির উদ্দিন বলেন, “পেশাগত চাপের বাইরে এসে সাংবাদিকদের মাঝে স্বস্তি ও সম্পর্কের বন্ধন জোরদার করতেই এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”
সাধারণ সম্পাদক তাজবীর আহমেদ বলেন, “সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বাড়াতেই এই আনন্দ ভ্রমণের আয়োজন। আমরা ভবিষ্যতে আরও এমন আয়োজনের পরিকল্পনা করছি।”
আনন্দঘন দিনটি স্মরণীয় করে রাখতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দী করেন, যা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভ্রমণে উপস্থিত ছিলেন মো. শাহাদাত হোসেন লিটন, মো. নাসির উদ্দিন, মো. হান্নান খাদেম, মো. সাইফুল ইসলাম, তাজবীর আহমেদ মো. ফজলে রাব্বি, রুবেল আহমেদ, জালাল হোসেন মামুন, অমিত হাসান আবির,নাজমুল আহমেদ রনি, সাদ্দাম হোসেন, হাসান মাহমুদ পারভেজ, অমিত হাসান অপু প্রমুখ।
Posted ৯:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২০ এপ্রিল ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম