
রওনক ইসলাম | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | 295 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের লক্ষীমোড়া সীমান্তের কাটাতারের বেড়ার এপারে থাকা জমিতে চাষাবাদে আপত্তি জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একইসঙ্গে সীমান্তের কিছু জায়গার ভারতীয় মালিকানাও দাবি করেছে। এ নিয়ে তাৎক্ষনিকভাবে উত্তেজনা দেখা দেয়।
বিষয়টি নিয়ে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ’র মধ্যে শান্তিপূর্ণভোবে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় যে, বিরোধপূর্ণ জমিগুলোতে কোনো পক্ষই চাষাবাদ করতে পারবেন না। পাশাপাশি জায়গার মালিকানা সংক্রান্ত বিষয়টি পরিমাপের মাধ্যমে নির্ধারণ করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, সীমান্তবর্তী লক্ষীপুর গ্রামের কিছু জমিতে বাংলাদেশিরা সবজি ও ধান চাষ করে। এসব জমি মূলত ভারতীয়দের। তবে কাটাতারের বেড়া ডিঙ্গিয়ে আসতে পারে না বিধায় তারা জমিগুলো বাংলাদেশিদের কাছে বর্গা দিয়ে রাখে। বছরের পর বছর ধরে বাংলাদেশিরা এতে চাষাবাদ করে। বিনিময়ে ভারতীয়দেরকে তারা জমির ফসল দেয়।
গত সোমবার বিএসএফ এসব জমি চাষে বাধা দেয় এবং এক পর্যায়ে কিছু সবজি ও ধানক্ষেত নষ্ট করে ফেলে। এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে বাংলাদেশের কর্ণেল বাজার বিজিবি ক্যাম্পের জোয়ানরা সেখানে ছুটে যান। বুধবার ওই সীমান্তে কম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেওয়া গঙ্গাসাগর বিজিবি ক্যাম্পের কমাণ্ডার মোর্শেদুল হক বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘বিএসএফ চাইছে না তাদের ওই জমি বাংলাদেশিরা বর্গা করুক। তারা কিছু জমি নিজেদের বলে দাবি করে। বৈঠকে সিদ্ধান্ত হয় যে আপাতত কেউ এখানে চাষ করবেন না। এছাড়া পরিমাপের মাধ্যমে জায়গা নির্ধারণ হবে।
Posted ৫:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম