
রওনক ইসলাম | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ | 184 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফকিরমোড়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার (২০২২/৩)-এসের হীরাপুর নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মোঃ বাপ্পি ইসলাম (২৮), একই এলাকার মোছা: সুমি বেগম (৩৩),
আটকের বিষয়টি নিশ্চিত করে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান,আটককৃতরা অবৈধভাবে দিল্লিতে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করছিল।
এ সময় বিজিবির টহলদল তাদেরকে আটক করে।
আটককৃত অবৈধ বাংলাদেশী নাগরিকদের আখাউড়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।অবৈধ অনুপ্রবেশ কারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Posted ৬:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম