
| শনিবার, ১৭ অক্টোবর ২০২০ | 402 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমদানী-রপ্তানী কারক সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে আখাউড়া স্থলবন্দরের অস্থায়ী কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচিতি অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃহাবিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী আখাউড়া স্থলবন্দর, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, এবং সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া,ও সাধারণ সম্পাদক ফোরকান খলিফা, আখাউড়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোগড়া যুবলীগের সভাপতি আবু কাউছার ভূঁইয়া, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন সহ আমদানি-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন আখাউড়া স্থলবন্দর রপ্তানিমুখী মাছ, পাথর, সিমেন্ট, প্লাস্টিকসহ অর্ধশতাধিক পণ্য রফতানি হয়ে থাকে এ বন্দর দিয়ে রপ্তানির তুলনায় আমদানি একেবারেই নগণ্য আখাউড়া যেহেতু সীমান্ত অঞ্চল এখানে মাদকের ভয়াল গ্রাস থেকে মানুষকে মুক্ত করতে হলে এ বন্দর দিয়ে আমদানি বাড়াতে হবে তাহলে কর্মসংস্থান তৈরি হবে বলে জানান ব্যবসায়ী বৃন্দ আমদানি বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন দায়িত্বশীলরা।
Posted ১১:৪৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম