
| মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১ | 386 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর শাখা অফিসের উদ্বোধন হয়েছে।
আজ মঙ্গলবার সকালে পৌরশহরের সড়ক বাজারের মদিনা মার্কেটের ৩য় তলায় নতুন অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে আখাউড়া শাখার ম্যানেজার জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর সিইও (ইনচার্জ) নূরে আলম সিদ্দিকী অভি।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,আখাউড়া কমিউনিটি পুলিশিং সভাপতি মোহাম্মদ কবির, পৌর যুবলীগের সভাপতি মনির খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু,আলফা ইসলামী লাইফ ইনস্যুরেন্স এর ডিএমডি (ট্রেইনিং এন্ড মার্কেটিং) সাজিদুল বারী, সিনিয়র সেলস্ ম্যানেজার এমদাদুদল হক ভূইয়া, সেলস ম্যানেজার মিজানুর রহমান খান, এসিসটেন্ট সেল্স ম্যানেজার সাথী আক্তার প্রমুখ,
পরে নতুন অফিসের উদ্বোধন উপলক্ষে কেক কাটা হয়।
Posted ১২:০০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ জানুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম