
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ জুন ২০২৫ | 29 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইরানে ইসরাইলি হামলায় নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌর শহরের মডেল মসজিদে ঈদে গাদীর ও ঈদে মোবাহিলা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাহরা ট্রাস্টের আয়োজনে আলোচনা সভায় মুফতী কাজী কেফায়াতুল্লাহ মাহমূদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেনারেল আলহাদি ফাউন্ডেশনের সেক্রেটারি মো:মেরাজুল ইসলাম।
আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, মাওলানা অলিউর রকফান নিজামী, হাফেজ মাওলানা নুরুল আমিন প্রমুখ। এ সময় বক্তারা হযরত আলী (রা:) এর জীবন দর্শন নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, হযরত আলীর (রা:) এর সাথে সম্পর্কই ঈমানের অভিজিত অঙ্গ তার মাধ্যমেই কিয়ামত পর্যন্ত খেলাফত চলবে। যারা তাঁর প্রত্যক্ষ ও পরোক্ষ বিরোধী তারা ঈমানদার নয় তারা মুনাফেক। তারা বলেন, আজকে দ্বিতীয় কারবালা হচ্ছে ইরানের উপর পাতিয়ে দেওয়া যুদ্ধ, ইরান আত্মরক্ষার জন্য যুদ্ধ করছে আর ইসরাইল কারবালার অনুসারী ও আহলে বায়াতের অনুসারীদেরকে শহীদ করছে।
আলোচনা সভা শেষে ইরানে ইসরাইলি হামলায় নিহতদের স্মরণে ও সমগ্র মুসলিম উম্মার জন্য দোয়া অনুষ্ঠিত হয়।
Posted ১২:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম