
ইয়ার হোসেন | মঙ্গলবার, ১৩ মে ২০২৫ | 31 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পঁচা,বাসি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করার অপরাধে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার পৌর শহরের সড়ক বাজার রেলস্টেশন এলাকায় হোটেল তাজমহল, অতিথি ও কাচ্ছি মাঠ কে পঁচা,বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করার অপরাধে ১৮০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়ছল উদ্দিন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে আখাউড়া পৌরসভার রেলওয়ে স্টেশন এলাকার খাবার হোটেল গুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সংশ্লিষ্ট ধারায়, কাচ্চি মাঠ ও অতিথি নামে তিনটি খাবার হোটেল মালিককে ভ্রাম্যমান আদালত ১৮ হাজার টাকা জরিমানা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, উপজেলার খাবার হোটেল গুলোতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে। কেউ অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান
Posted ৮:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ মে ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম