
| বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | 586 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই নিতাই চন্দ্র দাস এর অভিযান পরিচালনায় ৬ কেজি গাঁজা সহ ২ যুবক কে আটক করা হয়েছে। মোগড়া এলাকার টানমান্দাইল – হাশিমপুর লোহার ব্রিজের কাছ থেকে দুপুর সাড়ে ১২ টায় তাদের গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন, নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানার ছনপাড়া গ্রামের রফিক মিয়ার ছেলে মোঃ রাসেল (১৯) এবং একই এলাকার নুর ইসলামের ছেলে মোঃ হানিফ মিয়া।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী ২ জন মাদক পাচারকারী কে গ্রেফতারের সত্য তা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
Posted ৮:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম