
| শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১ | 578 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন থেকে ভারতীয় নিষিদ্ধ জাতীয় মাদকদ্রব্য বিয়ার ও মদ সহ সুজন মিয়া (৩৬) নামে এক মাদক কারবারী কে আটক করেছেন রেলওয়ে থানা পুলিশ ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের দক্ষিণ দিকে অভিযান পরিচালনা করে তাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ।
আটকৃত ব্যাক্তি উপজেলার দক্ষিণ ইউনিয়নের আনন্দপুর গ্রামের মৃত এলু মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (৩৬)। এই সময় তার কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ২ বোতল মদ ও চার বোতল বিয়ার উদ্ধার করা হয়।
এই বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আযম নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে মাদক সহ তাকে আটক করা হয়েছে । তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামাল রুজু করে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি)সকালে আদালতে পাঠানো হয়েছে।
Posted ৫:০৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ ফেব্রুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম