
| শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১ | 334 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ৭০০০০ পরিবারকে পুনর্বাসনের আওতায় সরকারের আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে ব্রাহ্মণবাড়িয়ার ১০৯১ ঘরের মধ্যে আখাউড়ায় প্রথম পর্যায়ে ভূমি ও ঘর পাচ্ছে ৪৫ জন পরিবার।রবিবার আখাউড়ার সাবরেজিস্ট্রার মোহাম্মদ ইয়াছিন আরাফাত ভূমির দলিল সম্পাদন করেন।
আগামীকাল ২৩ জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে আশ্রয়ন প্রকল্প-২ এর উদ্বোধন করবেন। এর মধ্যে যে আটটি স্থানের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলার জন্য যুক্ত হতে পারেন এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা রয়েছে।আজ শুক্রবার দুপুরে আখাউড়ায় ঘর পরিদর্শনে আসেন প্রধান মন্ত্রীর উপ প্রেস সচিব কে,এম,শাখাওয়াত মুন।এসময় জেলা প্রসাশক হায়াত উদ দৌলা খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ-আলম সহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জায়গা পেয়ে আনন্দে আত্মহারা ৪৫ পরিবার।তারা বলেন।যে স্বপ্ন নিজে পূরণ করতে পারেননি, যে স্বপ্ন পূরণ করতে পারেননি সন্তানেরা- সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে সরকার। স্বপ্ন পূরণের সারথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা মানে শেকের বেডি, মুজিবের জি, হাসিনা মা।তারা প্রধান মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান বলেন, ১৯৭২ সালের ২০ জানুয়ারি বঙ্গবন্ধু প্রত্যেক গৃহহীনকে ঘর দেওয়ার কথা বলেছেন। সেই বিষয়টিই এখন বাস্তবায়িত হতে চলেছে। বলা চলে একটি বিপ্লব ঘটতে চলেছে। বৈষম্যহীন সমজা গড়ার যে পদক্ষেপ সেটি বাস্তবায়িত হতে চলেছে। ২৩ জানুয়ারি উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী আখাউড়ার সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উপকারভোগীসহ অন্যান্যদের সঙ্গে কথা বলতে পারেন।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচীব এম শাখাওয়াত মুন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মানে যে স্বপ্ন দেখেছিলেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা বাস্তবায়ন করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের গৃহহীন ৭০০০০ হাজার পরিবারকে নতুন ঘর নির্মান করে দিচ্ছেন।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম