
| রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১ | 352 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতি মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২১ ফেব্রুয়ারি) সুর্যোদয়ের সাথে সাথে স্বাস্থ্য বীধি মেনে আখাউড়া শহীদ স্মৃতি সরকারী কলেজ মাঠে নির্মিত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ বাহিনী, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধার সন্তান, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন, জাতীয় পার্টি, বিএনপি, আখাউড়া উপজেলা প্রেসক্লাব, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, সাব রেজিস্ট্রি অফিস, সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এসময় হাজারো মানুষের উপস্থিতিতে শহীদ মিনার এলাকা মুখরীত হয়ে উঠে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রসুল আহমেদ নিজামী সহ আরো অনেকে।
পরে সকাল আটটায় আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় একুশে ফেব্রুয়ারি ও শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মো: জয়নাল আবেদীন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কাসেম ভূইয়া, মুক্তিযোদ্ধা সৈয়দ জামসেদ শাহ্ সহ আরো অনেকে ।
উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। ক্ষুদে শিক্ষার্থীরা মাতৃভাষা দিবস ও একুশের বিভিন্ন থিম নিয়ে চিত্রাঙ্কন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Posted ১২:৪২ অপরাহ্ণ | রবিবার, ২১ ফেব্রুয়ারি ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম