
| রবিবার, ৩০ আগস্ট ২০২০ | 439 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দক্ষিণ টনকী শিকারমুড়া হোসাইনিয়া দরবার শরীফে সীমিত পরিসরে ও পারিবারিকভাবে মহরমের জারিগান, তাজিয়া মিছিল ও মঞ্জিল পৌছানো, মিলাদ, দোয়া মোনাজাত ও তবারক বিতরণের মধ্যে দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর পর্যন্ত স্থানীয় দক্ষিণ টনকী শিকারমুড়া হযরত শাহ সুফী নাসির উদ্দিন চিশতি (রহঃ) এর প্রতিষ্ঠিত হোসাইনিয়া দরবার শরীফে এই কার্যক্রম পালিত হয়। দরবার শরীফের গদীনিশিন পীর শাহ্সুফী জাহের উদ্দিন চিশতি জানিয়েছেন, তার বাবা আজ থেকে ১৬১বছর পূর্বে ভারতের আজমির শরীফ থেকে খেলাফত নিয়ে এই দরবার প্রতিষ্ঠিত করা থেকে আজ পর্যন্ত নানা কর্মসুচীর মধ্যেদিয়ে এখানে ১০ই মহররম পবিত্র আশুরা পালিত হয়ে আসছে। করোনা পরিস্থিতির কারনে এই বছর দরবারের ভক্ত আশেকানদের উপস্থিতি ছিল খুবই কম।
দরবারের প্রথা অনুযায়ী আশুরা উপলক্ষে জারীগান, দরবারের অভ্যন্তরে তাজিয়া মিছিল, মঞ্জিল পৌছানো, মিলাদ, দোয়া ও তবারক বিতরণের মাধ্যামে এই বছরের পবিত্র আশুরার কার্যক্রম শেষ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজ্বী হুমায়ন চৌধুরী, স্থানীয় ওয়ার্ড মেম্বার মোঃ হামদু মিয়া, সমাজ সেবক মোঃ আনু ভূইয়া, দরবারের ভক্ত আসেকান ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ আরো অনেকে।
Posted ৩:৪৭ অপরাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম