
| রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০ | 578 বার পঠিত | প্রিন্ট
আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হানাদার মুক্তদিবস পালিত হয়েছে। আজ রবিবার (৬ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রসাশন ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে উপজেলা পরিষদ মাঠের স্মৃতিশোধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আখাউড়া মুক্তদিবসের কার্যক্রম শুরু হয়।
পরে আখাউড়া ডাকঘরের সামনে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করে আলোচনা সভা এবং শহীদদের স্বরণে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়।
আলোচনা সভায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মো:জয়নাল আবেদীন,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জমশেদ শাহ্, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো:মেজবাউল আলম, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য আতাউর রহমান নাজিম, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক আব্দুল মমিন বাবুল,আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মেদ নিজামী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শাখাওয়াত হোসেন স্বাধীন সহ মুক্তিযোদ্ধা,সাংস্কৃতিক কর্মী,বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল(৫ডিসেম্বর)শনিবার সন্ধ্যায় উপজেলা প্রসাশন ও আখাউড়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে পৌরশহরের মুক্তিযোদ্ধা সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে এ মোমবাতি প্রজ্জলনের আয়োজন করা হয়।
Posted ৯:১৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম