
| শুক্রবার, ২১ আগস্ট ২০২০ | 526 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামীলীগে ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আখাউড়াস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য্যালয়ের সম্মুখে অনুষ্ঠিতব্য সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে তৎকালীন সংসদীয় বিরোধী দলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যেশ্যে নিক্ষিপ্ত গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহীদের স্মরনে শোকসভা ও তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১শে আগষ্ট) বিকেল ৪টায় আখাউড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের এর আহবায়ক শহীদ স্মৃতি সরকারী কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন এর সভাপতিত্তে এক আলোচনা ও দোয়া অনিষ্ঠিত হয়েছে।
এসময় সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের এর যুগ্ন আহ্বায়ক সেলিম ভূইয়া,উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরমেয়র তাকজিল খলিফা কাজল,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু,সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমূখ।
Posted ৩:৪০ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম