
| শুক্রবার, ২১ আগস্ট ২০২০ | 471 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৩২৫ বোতল ভারতীয় ইস্কফ, ০২ কেজি ভারতীয় গাঁজা ও ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন শুক্রবার (২১ আগস্ট ) বিজ্ঞপ্তি নং-৫৬/২০ এর মাধ্যমে জানান, অত্র জেলার বিজয়নগর উপজেলার
সিংগারবিল বিওপি’র আওতাধীন কাশিনগর নামক স্থানে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে
মালিকবিহীন অবস্থায় ২৪৭ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। অন্যদিকে আখাউড়া উপজেলার
আজমপুর বিওপির আওতাধীন রাজাপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০২ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ভারতীয় ইস্কফ ও ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়াও অত্র এলাকার শ্যামনগর বিওপি’র আওতাধীন কল্যানপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ২৮ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য- ৪,৩৭,০০০/- টাকা।
Posted ৩:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ২১ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম