
| সোমবার, ২৪ আগস্ট ২০২০ | 441 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক গত ২৪ ঘন্টায় আখাউড়া ও বিজয়নগর উপজেলায় বিজিবি কর্তৃক পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ২১৬৭ পিস ভারতীয় ইয়াবা, ৬৬ বোতল ভারতীয় ইস্কফ, ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৩.৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। জেলার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন আজ সোমবার (২৪ আগস্ট) বিজ্ঞপ্তি নং-৫৯/২০ এর মাধ্যমে জানান অত্র জেলার আখাউড়া উপজেলার ঘাগুটিয়া বিওপি’র আওতাধীন দক্ষিণ মিনারকোট নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯৮ পিস ভারতীয় ইয়াবা ও ১০ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। এছাড়াও আজমপুর বিওপির আওতাধীন রাজাপুর নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০২ কেজি ভারতীয় গাঁজা ও ৫৬ বোতল ভারতীয় ইস্কফ জব্দ করা হয়। অন্যদিকে বিজয়নগর উপজেলার মুকুন্দপুর বিওপির আওতাধীন কামালমোড়া নামক স্থান হতে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও সিংগারবিল বিওপির আওতাধীন নোয়াবাদী নামক স্থানে অভিযান পরিচালনা করে ১.০৮ কেজি ভারতীয় গাজা জব্দ করা হয়। এছাড়াও বিষ্ণপুর বিওপির আওতাধীন ভাগলপুর নামক স্থানে বিজিবি কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৯৬৯ পিস ভারতীয় ইয়াবা জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য- ৭,১৮,২০০/- টাকা।
Posted ৩:৫৩ অপরাহ্ণ | সোমবার, ২৪ আগস্ট ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম