
| শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮ | 1817 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম#
দীর্ঘ ২৩ দিন বন্ধ থাকার পর আজ শনিবার থেকে আখাউড়া স্থল বন্দর দিয়ে মাছ রপ্তানি পুনরায় শুরু হয়েছে।
আজ সকালে প্রায় ১৪৬০০কেজি মাছ রপ্তানির মাধ্যমে আখাউড়া স্থল বন্দরের কার্যক্রম শুরু হয়। উল্লেখ্য গত ৫ ই সেপ্টেম্বর বুধবার ভারতে রপ্তানীকৃত প্রায় ১১টন মাছ আগরতলা বন্দরে আটকে পড়ে অধিকাংশ মাছ পচে নষ্ট হয়ে যায়। যার বাজার মূল্য ছিল ২২ লক্ষ টাকা এতে দুই দেশের ব্যাবসায়িরা বিপুল পরিমান টাকার ক্ষতির সম্মুখীন হয় এবং ব্যাবসায়ীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তারপর দিন থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে জন্য মাছ রপ্তীনি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক সমিতির যুগ্ন সম্পাদক মো:রাজীব উদ্দীন ভূইয়া জানান দুই দেশের ব্যাবসায়িদের মধ্যে সমঝতা হওয়ায় আজ থেকে আখাউড়া স্থল বন্দর দিয়ে পুনরায় মাছ রপ্তানি শুরু হয়েছে।
Posted ৬:৫০ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
Akhaurar Alo 24 | আখাউড়ার আলো ২৪ ডেস্ক