
| সোমবার, ০৬ জুলাই ২০২০ | 931 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ করোনার ভয়াবহতা উপেক্ষা করে এবং করোনা আইন অমান্য করে কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা চালাতে গরু জবাই করে সমাবেশ করলেন। এতে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় গোপীনাথপুর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু থেকেই উপজেলা প্রশাসন ও কসবা থানা পুলিশ,কসবা পৌর শহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাইকিং করে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক ব্যানার প্রদর্শন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হলেও স্বাস্থ্য বিধি মানছে না কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর।
তিনি গত রোববার নিজ বাড়িতে গরু জবাই করে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগাম প্রচারণা মূলক সমাবেশ করেন। গোপীনাথপুর ইউনিয়নের সাহেব-সরদার দের নিয়ে ভুরিভোজের আয়োজন করে। ভুরিভোজ অনুষ্ঠানে ইউনিয়নের শত শত লোক অংশগ্রহণ করে। এতে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা গোপীনাথপুর গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীরের সাথে মুঠোফোনে আজ রোববার বিকেলে যোগাযোগ করলে তিনি জানান তার প্রয়াত পিতার মাগফেরাত উপলক্ষে তিনি গ্রামের বিশ-পঁচিশ জন মাওলানাকে দাওয়াত করেছেন। তিনি কোনো সমাবেশের আয়োজন করেননি বলেও জানান। এ বিষয়ে গতকাল রোববার দুপুরে গণমাধ্যমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান।
ভুরিভোজ অনুষ্ঠানে গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম খান, ১ নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, ২ নং ওয়ার্ডের মেম্বার নবী মিয়া, সাবেক মেম্বার খন্দকার শাহ আলম ও জহিরুল ইসলাম জহির, স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন গ্রামের গণ্যমান্যরা শামিল হন।
৬/৭/২০২০
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম