
রওনক ইসলাম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | 150 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রিফাত মিয়া নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আবু নেছার ওরফে আপন নামের হত্যার মূলপরিকল্পনাকারী এক ছিনতাইকারীকে আটক ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করেছে কসবা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালের দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের মনকাশাইরের বালু মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে বুধবার রাতের কোন এক সময় হত্যা করে রিফাতকে। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রিফাত হোসেন (১৭) কসবা উপজেলার কুটি ইউনিয়নের কালামুড়িয়া গ্রামের আবেদ মিয়ার ছেলে। আটক মো. আবু নেছার ওরফে আপন (২৯) কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার গ্রামের আলমগীর মিয়ার ছেলে।
এ বিষয়ে ওসি জহিরুল হক জানান, হত্যার শিকার ইজিবাইক চালকের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক আবু নেছার ছাড়াও এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Posted ৯:২৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম