
| শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০ | 437 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় টাকা পয়সা লেনদেন কে কেন্দ্র করে ১ ডেকোরেটার ব্যবসায়ী কে পিটিয়ে নির্মম ভাবে খুন করার খবর পাওয়া গেছে। নিজের পাওনা টাকা ফেরত চাওয়ায় মোঃ কবির হোসেন ছোটন (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে নির্মম ভাবে খুন করার অভিযোগ পাওয়া গেছে । নিহত কবির হেসেন ছোটন উপজেলার সাহেদ আলীর পুত্র।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) আজ সকালে অত্র উপজেলার চারুয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ হত্যার ঘটনায় সেলিম মিয়া নামে এক অটোরিকশা চালক ও তার স্ত্রী পারভীন বেগমকে আটক করেছে অত্র থানা পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে ডেকোরেটর ব্যবসায়ী কবির অটোরিকশা চালক সেলিমেরর কাছে সকালে কবির তার পাওনা টাকা চাইতে সেলিমের বাড়িতে যান। এ সময় টাকার লেনদেনের বিষয় নিয়ে উভয়পক্ষের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সেলিম ও তার স্ত্রী পারভীনসহ কয়েকজন মিলে কবিরকে বেদম প্রহার এবং নির্যাতন করে । পরে প্রত্যাক্ষদর্শীরা এগিয়ে এসে আহত অবস্থায় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কবির কে মৃত ঘোষনা করেন ।
কসবা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এই হত্যার ঘটনায় অভিযুক্ত সেলিম ও তার স্ত্রী মোছাঃ পারভীনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন এই বিষয়ে যথাযথ তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম