সোমবার ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

গাউছে হক দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি:   |   সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | 303 বার পঠিত | প্রিন্ট

গাউছে হক দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন

ছবি:-আখাউড়ার আলো২৪.কম

নরসিংদীর রায়পুরা উপজেলায় গাউছে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর, লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। দরবার শরীফের আখাউড়া উপজেলার ভক্তবৃন্দের উদ্যোগে সোমবার বিকালে আখাউড়া রেলওয়ে ষ্টেশনের ১নং প্লাটফর্মে মানববন্ধনে দরবার শরীফের ভক্ত-মুরিদানসহ কয়েক’শ মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তরা দরবার শরীফে হামলা ভাংচুরের নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। ক্ষতিগ্রস্থ দরবার শরীফ পুনঃনির্মাণের ব্যবস্থা করতে হবে। এছাড়াও সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়। গত ৩১ মার্চ রাতে দুর্বৃত্তরা ওই দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই দরবারের ভক্ত ও উপজেলা বিএনপির সহসভাপতি আবুল ফারুক বকুল, কলেজ পাড়া আজগর আলী জামে মসজিদের খতীব ক্বারী মাওঃ মোজাম্মেল হক মুছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি, রেলস্টেশন জামে মসজিদের খতীব  মাওঃ মুফতি রেদুয়ান রেজা, মাওঃ মাসুদ মোল্লা মুজাহিদী,দরবারের ভক্ত ও সমাজ সেবক শাহাবউদ্দিন আহমেদ প্রমুখ।


বক্তারা দরবারের ভক্তরা বলেন, ১৯৭৮ সালে দরবার শরীফটি প্রতিষ্টিত হয়। দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল সৈয়দ মোঃ অলিউর রহমান (অলি) শাহ ইসলামিক শরিয়া অনুযায়ী আধ্যাত্মিকতা চর্চায় ইসলাম ধর্মের বিভিন্ন আচার-অনুষ্ঠান ও বার্ষিক ওরস মাহফিল করে আসছে এই দরবার শরীফে। এই দরবার শরীফে কোন মাজার নেই। গত ৩১ মার্চ রাতের অন্ধকারে দুর্বৃত্তরা দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় দরবারের ভক্তবৃন্দ-মুরিদরাসহ সাধারণ ধর্মপ্রাণ মানুষ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে। বক্তারা আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও বিশ্বাসের উপর হামলা দেশের ধর্মীয় সহনশীলতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে মাজার ও খানকা শরিফ ভাঙচুর, লুটপাটের ঘটনাও ঘটছে। এসব হামলাকারীদের বিরুদ্ধে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য অন্তবর্তী সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

Facebook Comments Box


Posted ৭:৩১ অপরাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com