
| মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১ | 465 বার পঠিত | প্রিন্ট
অমিত হাসান অপু:
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ হার বৃদ্ধি পাওয়ায় আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে এক সপ্তাহ সারা দেশ লকডাউন থাকবে। তবে এ লকডাউনের মধ্যেও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম স্বভাবিক থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
অবশ্য পহেলা বৈশাখ উপলক্ষ্যে আগামীকাল বুধবার বন্দর দিয়ে পণ্য রপ্তানি বন্ধ রাখা হবে।
বন্ধের বিষয়ে টি আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হ্বাজী সফিকুল ইসলাম নিশ্চিত বলেন, রপ্তানি পণ্যের গাড়িগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে।
‘লকডাউনেও আমাদের পণ্য রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষ্যে বুধবার আমাদের এবং বৃহস্পতিবার ভারতীয় ব্যবসায়ীদের পক্ষ থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম