
ইঞ্জিনিয়ার সজিব সরকার। | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ | 101 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামে আখাউড়া উপজেলার প্রবাসী বিএনপির নেতা ও আখাউড়া উপজেলার প্রবাসী জিয়া পরিষদের সম্মানিত উপদেষ্টা মো. রফিক মিয়ার জানাজা গতকাল জোহরের পর অনুষ্ঠিত হয়। অশ্রুসিক্ত জনতা এবং স্থানীয় নেতাকর্মীরা তাকে শেষ বিদায় জানাতে অংশ নেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের ঢল নামে।
রফিক মিয়া দীর্ঘদিন প্রবাসে আখাউড়া উপজেলা জিয়া পরিষদের উপদেষ্টা ও আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপি’র সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন জুলাই-আগস্ট গণহত্যার বিরুদ্ধে একজন নির্ভীক অকুতোভয় অনলাইন যোদ্ধা। জানাজার আগে তার জীবন ও রাজনৈতিক অবদান নিয়ে স্মৃতিচারণ করেন তাঁর পরিবারের সদস্য এবং স্থানীয় নেতাকর্মীরা।
আখাউড়া উপজেলা বিএনপি, অঙ্গসংগঠন ও প্রবাসী জিয়া পরিষদের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কফিন দলীয় পতাকায় মোড়ানো ছিল, যা তার রাজনৈতিক সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধার প্রতীক।
জানাজার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, মো. রফিক মিয়া গত ৬ এপ্রিল সৌদি আরবের রিয়াদে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।তার মৃত্যুতে পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Posted ১০:১৯ অপরাহ্ণ | সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম