
রওনক ইসলাম | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ | 261 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ অনূর্ধ(১৭) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
যুব,ক্রীয়া মন্ত্রণালয়ের উদ্যোগে আখাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে(২৪ জুন) সোমবার বিকেলে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের ডি,এন,টি মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় উপজেলার মনিয়ন্ধ একাদশ ৩-০ গোলে আখাউড়া পৌরসভাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মনির হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ রাহাতুল ইসলাম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাহাব উদ্দীন বেগ শাপলু,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার প্রমুখ।উল্লেখ্য টুর্নামেন্টে উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভা সহ ছয়টি দল অংশগ্রহণ করে।
Posted ১:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম