
রওনক ইসলাম | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ | 139 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে ৮৪.৫ কেজি গাঁজাসহ মোঃ লুৎফুর রহমান ও মো: রাষ্টু মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৯
র্যাব জানায়,বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় জেলার বিজয়নগর উপজেলার হাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বুল্লা গ্রামের রহমত আলীর ছেলে মো: লুৎফর রহমান (৩০), ও একই এলাকার জবান আলীর ছেলে মো:রাষ্টু মিয়া (৫০),
পরে গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯, এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম