
| বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০ | 348 বার পঠিত | প্রিন্ট
বিজয়নগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা এলাকায় রুলিং ট্রাক দূর্গটনায় শফিকুল ইসলাম(২৮) নামের এক যুবক নিহত হয়েছে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার পাহাড়পুর ইউনিয়নের কচুয়ামুড়া গ্রামের মোঃ রব্বানের ছেলে।
মঙ্গলবার ১৫ ডিসেম্বর ২০২০ ইং রাত ৮.১৫ মিনিটে সিংগারবিল ইউনিয়নের খিরাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সিংগারবিল ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া ও চম্পক নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নূরুল ইসলাম, ঘটনার সত্যতা বর্ণনা করে বলেন, নিহত বালু নিয়ে চম্পকনগর এলাকা থেকে খিরাতলা গ্রামের এনামুল হক বাদলের যয়গায় বালু নিয়ে যায় রুলিং ট্রাকের নিজে মালিক নিজেই ড্রাইভ করে হঠাৎ ড্রাইভিং এর কারিগরি গুটি ত্রুটির কারণে মাথায় আঘাত পায়, খবর পেয়ে আত্মীয়-স্বজন আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায় সেখানে কর্তব্যরত ডাক্তার শফিকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১২:৩২ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম