
| বুধবার, ০৭ অক্টোবর ২০২০ | 1578 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানী হয়েছে। আহত হয়েছে অন্তত ১০ জন। আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুরে বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা ও জেলা সদর হাসপাতাল এবং পাশ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষনিক অবস্থায় নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। হাঁটিখাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১০:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম