
| বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | 582 বার পঠিত | প্রিন্ট
মো:সাইফুল ইসলাম
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ টি উপজেলায় অধিক মূল্যে বিক্রি মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে ১৩৮০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার দিনব্যপী ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াত- উদ দৌলা খাঁনের নির্দেশক্রমে দৈনিক বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির বাজারদর নিয়ন্ত্রণে জেলার ৫ টি উপজেলায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ কার্যক্রম পরিচালনাকালে নির্ধারিত মূল্যের অধিক মূল্যে বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা এই ৩টি অপরাধে বাঞ্ছারামপুরে দুই ব্যবসায়ীকে ২৫,০০০ টাকা,
নবীনগরে এক ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা, আখাউড়ায় ৭টি দোকানকে ২১,০০০ টাকা, নাসিরনগরে মোট ১২ জন ব্যবসায়ীকে কে ২৯,০০০ টাকা,বিজয়নগরে ৩টি দোকানকে ১৩,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রসাশক হায়াত-উদ দৌলা জানান,সরকারের নির্দেশে এ অভিজান পরিচালিত হচ্ছে এবং তা অব্যাহত থাকাবে আইন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
Posted ৩:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম