
| রবিবার, ০৫ জুলাই ২০২০ | 925 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
কোভিড-১৯ সনাক্ত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন । শনিবার রাতে সিভিল সার্জন অফিসে আসা পিসি আর রিপোর্টে তাদের পজিটিভ আসে। এছাড়াও একই আদালতের বেঞ্চ সহকারি শরিফ নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ জানান, সিভিল সার্জন অফিসে শনিবার রাতে আসা রিপোর্টে ৫৮জনের পজিটিভ আসে। এর মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আল আমিন ও বেঞ্চ সহকারি শরিফের পজিটিভ আসে। উনারা বর্তমানে আইসোলেশনে আছেন।
এদিকে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১হাজার১৭৮জনে। এরমধ্যে মারা গেছেন ২০জন, সুস্থ হয়েছেন ২৫২জন ও আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৮৬২জন।
Posted ৭:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ০৫ জুলাই ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম