
| শনিবার, ০৯ মে ২০২০ | 414 বার পঠিত | প্রিন্ট
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
করোনা পরিস্থিতির সঙ্গে বৈরি আবাহাওয়া। ঘরে থাকা নিয়েই দুশ্চিন্তায় ছিলেন হানিফ মিয়া। ছাত্রলীগ নেতার সহায়তায় এখন তিনি নিশ্চিততে বৃষ্টিহীন ঘরে
ঘুমাবেন হত দরিদ্র হানিফ মিয়া। ঘরের চালার জন্য ঢেউটিন পাঠিয়েছেন ছাত্রলীগ নেতা।
খোঁজ নিয়ে জানা গেছে, নবীনগর উপজেলা রছুল্লাবাদ ইউনিয়নের মোঃ হানিফ মিয়ার ঘরটি জরাজীর্ণ। ঘরটির চালা দিয়ে পানি পড়ে বলে থাকতে পারছিলেন না তিনি। বিষয়টি স্থানীয় এক ছাত্রলীগ নেতা জেনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহাদৎ হোসেন শোভনকে অবহিত করেন। শুক্রবার
হানিফ মিয়ার জন্য টিনের ব্যবস্থা করে দেন ওই ছাত্রনেতা।
শাহাদৎ হোসেন শোভন বলেন, ‘সাইফুল ইসলাম নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতা প্রথমে আমাকে বিষয়টি অবহিত করে। আমি টাকা পাঠিয়ে দিলে স্থানীয়ভাবে টিন কিনে হানিফ মিয়ার কাছে বুঝিয়ে দেয়া হয়। মানবিক কারণেই এ কাজটি আমি
করেছি।’
Posted ৬:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
Akhaurar Alo 24 | মোঃ সাইফুল ইসলাম