
| বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ | 774 বার পঠিত | প্রিন্ট
আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের লামাবায়েক এলাকা হতে বৃহস্পতিবার(২২ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার সময় প্রাইভেটকারযোগে অভিনব কায়দায় গরু চুরির সময় ০২ টি গরুসহ গরু চোর চক্রের ০২ সদস্য কে গ্রেফতার করেছে ভৈরব র্যাব -১৪ সিপিসি ক্যাম্প। ভৈরব র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার আশুগঞ্জ থানাধীন লামাবায়েক এলাকা থেকে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ২ টি গরুসহ গরু চোর চক্রের ০২ সদস্য যথাক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর বেহাইর এলাকার বাসিন্দা সিরাজ মিয়র পুত্র মোঃ শফিকুল (৩২) এবং একই উপজেলার আকুয়া চুকাইতলা গ্রামের মৃত ফজলুল হকের পুত্র মেহেদী হাসান মুন্না (২৩) কে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, পলাতক আসামীর সহায়তায় নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকা হতে অজ্ঞাত ব্যক্তির গরু ০২ টি চুরি করেছে। উক্ত গরু ০২ টি কালো প্রাইভেটকারের ভিতরে অভিনব কায়দায় নিয়ে আসে। চুরি করা গরু সুযোগ বুঝে বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, গরু চোর চক্রের সদস্যরা বিভিন্ন এলাকায়, গরু চুরি করে থাকে তারা সুযোগ বুঝে এলাকা পরিবর্তন করে। আর সেই গরু বহন করার জন্য চোর চক্র কালো গ্লাসের প্রাইভেটকার ব্যবহার করে। প্রাইভেটকারের মধ্যে গরুর চার পা বেধে ড্রাইভারের সিটের পিছনের সিটে বহন করে। এ ঘটনায় জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ২:১৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
Akhaurar Alo 24 | সাইফুল ইসলাম