সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে গাঁজা ও প্রাইভেটকার সহ আটক ৪

  |   বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০ | 567 বার পঠিত | প্রিন্ট

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে গাঁজা ও প্রাইভেটকার সহ আটক ৪

 

আশরাফুল মামুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জের টুলপ্লাজা এলাকা থেকে ১০.৫ কেজি গাঁজা ও ০১ টি প্রাইভেটকার’সহ ০৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৪, ভৈরব ক্যাম্প।
ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকারে করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‍্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং জানা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সীমান্ত এলাকা হতে সিলভার রংয়ের প্রাইভেটকারে করে গাঁজার একটি বড় চালান ময়মনসিংহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০৮/১০/২০২০ ইং তারিখ ১৭.২০ ঘটিকা হইতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টুল প্লাজার ২০০ গজ পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষনিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। তলস্নাশী কালে আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে ১। মোঃ মাসুদ মিয়া (২৮), পিতা- আঃ কাদির, সাং-মেছেরা, থানা- তারাকান্দা, ২। মোঃ সোহাগ মিয়া (৩১), পিতা-চান মিয়া, সাং- মগদ্যা দাপোমিয়া কান্দাপাড়া, ৩। মোঃ আরিফ হোসেন (৩২), পিতা- মোঃ আজিজুল করিম @ আসলাম উদ্দিন, সাং- চর ভবানীপুর কোনাপাড়া, উভয় থানা- কোতোয়ালী, সর্ব জেলা-ময়মনসিংহ, ৪। মোঃ রফিকুল ইসলাম (২১), পিতা-মোঃ আলাল উদ্দিন, সাং-ধলা যাত্রাবাড়ী, থানা- পূর্বধলা, জেলা-নেত্রকোনা’সহ প্রাইভেটকারটি আটক করা হয়। আটককৃত প্রাইভেটকারটি তল্লাশী করে (ক) ১০.৫ কেজি মাদকদ্রব্য গাঁজা, (খ) ০১ টি প্রাইভেটকার, (গ) মাদক বিক্রর নগদ ৩,৫০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ১৩,১৫,৫০০/- টাকা। ধৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।


Facebook Comments Box


Posted ৪:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com