রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>

ভারতীয় ২০ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল চট্টগ্রামের পথে।

  |   মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | 558 বার পঠিত | প্রিন্ট

ভারতীয় ২০ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল চট্টগ্রামের পথে।

অমিত হাসান অপু

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা প্রেসক্লাবের ২০ সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল চার দিনের সফরে বাংলাদেশে আসেন।


আজ মঙ্গলবার সকালে প্রতিনিধি দলটি আখাউড়া -আগরতলা স্থলবন্দর সীমান্তের নোম্যান্সল্যান্ডে পৌঁছলে আখাউড়া উপজেলা প্রেসক্লাব ও আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিনিধি দলটিকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়। পরে দলটি আখাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনে পৌছালে ভিআইপি লাউঞ্জে তাদেরকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।

ত্রিপুরার স্যন্দন পত্রিকার সুবর্ণ জয়ন্তী বর্ষ পূর্তী
ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদযাপনে “মুজিব বর্ষ” উপলক্ষে  ত্রিপুরারাজ্যের সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিক একাদশের’ সাথে ১২ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টায় এম এ আজিজ ষ্টেডিয়ামে টি-২০ প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ করবেন।


সফরকালে প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ ছাড়াও ভারতের সাংবাদিক প্রতিনিধি দল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে পরস্পর পেশাগত অভিজ্ঞতা এবং সাংবাদিকদের বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। এছাড়াও নগরীর পর্যটন স্থানগুলো ঘুরে দেখবেন।

প্রতিনিধি দলে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সরযূ চক্রবর্তী, সহ- সভাপতি সুপ্রভাত দেবনাথ, সিনিয়র সাংবাদিক সান্তুনু বণিক, জাকির হোসেন অভিষেক  দেববর্মাসহ প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস, ভারত-বাংলাদেশ সাংবাদিক সমন্বয়ক ও আখাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মিশু, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ মনির হোসেন নিজাম, সাংবাদিক সাদ্দাম হোসাইন, আবির মোহম্মদ, ইসমাইল হোসেন, পারভেজ, অপু ,নাঈম।

উল্লেখ্য, চট্টগ্রাম প্রেসক্লাবের ২২ সদস্যের একটি প্রতিনিধি দল ২০১৯ সালে স্যন্দন পত্রিকার ৫০ বছর পুর্তি উপলক্ষে  চার দিনের সফরে আগরতলায় প্রীতি ক্রিকেট ম্যাচে অংশগ্রহণ ছাড়াও সাংবাদিকদের বিভিন্ন কর্মসুচী অংশগ্রহণ করণে। এসময় তারা ত্রিপুরার পর্যটন স্পটগুলো পরিদর্শনে সৌহাদ্যপূর্ণ সম্পর্কের মধ্যদিয়ে দু’দেশের সংস্কৃতি আদান প্রদান করেন। ১৪ফেব্রুয়ারি এ পথেই দলটি নিজ দেশে ফিরবে বলে কথা রয়েছে।

Facebook Comments Box

Posted ৬:৩৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০

Akhaurar Alo 24 |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১ 
মোঃ সাইফুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া

E-mail: info@akhauraralo24.com